দেশবাসীর সবচেয়ে মূল্যবান পরিচয় পত্র আধার কার্ড। ব্যাঙ্ক থেকে শুরু করে নানা সরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক। এবার উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ আধার নম্বর ছাড়া বসা যাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু করার পথে শিক্ষা সংসদ।
Panchayat Election 2023: নির্বাচন কমিশনার দায়িত্ব পালনে ব্যর্থ, রাজীব সিনহাকে কড়া বার্তা রাজ্যপালের
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড বাধ্যতামূলক। অন্যদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদেরও ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের পোর্টালে আধার কার্ড আপডেট করতে হবে। অন্যথায় Admit Card পেতেও সমস্যা হতে পারে। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের (২০২৫ সালের পরীক্ষার্থীরা) আধার নম্বর আপডেট করতে হবে ১৬ অগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।