করোনার দাপট কমলেও রাজ্যে অ্যাডিনোভাইরাসের দাপটে উদ্বেগ বাড়ছে। মূলত এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে পাঁচ বছরের নীচের শিশুরা। শহরের প্রতিটি হাসপাতাল ভরছে এই রোগীদের ভিড়ে।
এই পরিস্থিতিতে শহরের শিশুরোগ বিশেষজ্ঞ সৌমিত্র দত্ত এবিপি আনন্দকে জানিয়েছেন, প্রতি বছরে এই ভাইরাসের দাপট লক্ষ্য করা যায়। কিন্তু এইবার বেশি করে প্রাণঘাতী হচ্ছে অ্যাডিনো। তাঁর পরামর্শ এই ভাইরাস থেকে শিশুকে বাঁচাতে নিয়মিত হাত ধুতে হবে। শিখতে হবে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার। সামান্য জ্বরকেও উপেক্ষা করা চলবে না। শিশুর শরীরে শ্বাসকষ্ট দেখা দিলে ভর্তি করতে হবে হাসপাতালে।