TET পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। রবিবার হওয়া সত্বেও ওইদিন অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এবিষয়ে জানানো হয়েছে।
২৪ ডিসেম্বর রয়েছে TET পরীক্ষা। পাশাপাশি ওইদিন লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও রয়েছে। ফলে কলকাতায় ভিড়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৩৪ টি মেট্রো চালানো হবে। তারমধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন রেক চলবে। সপ্তাহের অন্য দিনের মতোই কবি সুভাষ এবং দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ এ। এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
অন্য সপ্তাহের রবিবার প্রথম মেট্রো চলে সকাল ৯টা থেকে। ছুটির দিন থাকায় মেট্রো চলাচল শুরু হয় কিছুটা দেরিতে। কিন্তু যেহেতু এই সপ্তাহে একই দিনে TET এবং গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে সেকারণে অতিরিক্ত সময়ে চলবে মেট্রো। পাশাপাশি শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত রাখা হয়েছে।