RG কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য থেকে গোটা দেশ। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আর সেই কারণে আতঙ্কিত সকলে। আর তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন টলিপাড়ার অভিনেত্রীরা। ২৭ অগাস্ট তৈরি হওয়া মঞ্চ উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স-এর তরফে ওই চিঠি পাঠানো হয়েছে।
ওই কমিটির পক্ষ থেকে অভিনেত্রী ঊষসী রায় আনন্দবাজার অনলাইনকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, চলচ্চিত্র জগতের মহিলা ও শিশুদের নিরাপত্তা চেয়েই ওই কমিটি গঠন করা হয়েছিল। RG কর কাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটে সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং ওই ফোরামের তরফেই শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে।
কী জানানো হয়েছে চিঠিতে?
ওই চিঠিতে লেখা হয়েছে, কাজ করতে গিয়ে অনেক অভিনেত্রী, ক্রু সদস্য এবং টেকনিশিয়নরা হেনস্থার শিকার হন। কিন্তু তাঁদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়না। সেই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা এবং কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি একটি কমিটি গড়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।
কী কাজ করবে ওই কমিটি?
ফোরামের দাবি, যৌন হেনস্থা, লিঙ্গবৈষম্য়ের অভিযোগ এবং অসুরক্ষিত কাজের পরিবেশের বিষয়টিও খতিয়ে দেখবে ওই কমিটি। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যের নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রক, শ্রম মন্ত্রক এবং রাজ্য মহিলা কমিশন ও তথ্য সংস্কৃতি দফতরেও ওই চিঠি পাঠানো হয়েছে।
RG কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী। তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। সুরক্ষার দাবিতেই সরব হয়েছেন তাঁরা। তাঁদের দাবি বেশ কিছু বদল আনা দরকার।