RG Kar: কর্মক্ষেত্রে চাই নিরাপত্তা, RG কর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীকে চিঠি টলিপাড়ার অভিনেত্রীদের

Updated : Sep 22, 2024 06:52
|
Editorji News Desk

RG কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য থেকে গোটা দেশ। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আর সেই কারণে আতঙ্কিত সকলে। আর তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন টলিপাড়ার অভিনেত্রীরা। ২৭ অগাস্ট তৈরি হওয়া মঞ্চ উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স-এর তরফে ওই চিঠি পাঠানো হয়েছে। 

ওই কমিটির পক্ষ থেকে অভিনেত্রী ঊষসী রায় আনন্দবাজার অনলাইনকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, চলচ্চিত্র জগতের মহিলা ও শিশুদের নিরাপত্তা চেয়েই ওই কমিটি গঠন করা হয়েছিল। RG কর কাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটে সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং ওই ফোরামের তরফেই শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। 

কী জানানো হয়েছে চিঠিতে?
ওই চিঠিতে লেখা হয়েছে, কাজ করতে গিয়ে অনেক অভিনেত্রী, ক্রু সদস্য এবং টেকনিশিয়নরা হেনস্থার শিকার হন। কিন্তু তাঁদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়না। সেই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা এবং কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি একটি কমিটি গড়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। 

কী কাজ করবে ওই কমিটি? 
ফোরামের দাবি, যৌন হেনস্থা, লিঙ্গবৈষম্য়ের অভিযোগ এবং অসুরক্ষিত কাজের পরিবেশের বিষয়টিও খতিয়ে দেখবে ওই কমিটি। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যের নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রক, শ্রম মন্ত্রক এবং রাজ্য মহিলা কমিশন ও তথ্য সংস্কৃতি দফতরেও ওই চিঠি পাঠানো হয়েছে। 

RG কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী। তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। সুরক্ষার দাবিতেই সরব হয়েছেন তাঁরা। তাঁদের দাবি বেশ কিছু বদল আনা দরকার। 

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর