চতুর্থ বারের জন্যও বীরভূম লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy), তিন বার এই কেন্দ্রে তৃণমূলের টিকিট জিতেছেন তিনি। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এখনও পর্যন্ত এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কারা , তা এখনও সামনে আসেনি। কিন্তু, তাতেও গা ঢিলে দিতে চান না শতাব্দী। প্রচারে নামার আগে, প্রোমো শ্যুট করে ফেললেন অভিনেত্রী সাংসদ।
তৃণমূল কংগ্রেসের থিমসং-এ, ভিডিয়ো শ্যুট করা হয়েছে। হুডখোলা জিপে তৃণমূলের পতাকা হাতে কর্মী, সমর্থকেরা। সামনে শতাব্দী দলীয় পতাকা ধরে। বুধবার সকালে সিউড়ির তসরকাটা জঙ্গলে সেই প্রোমোর শ্যুটিং দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
Abhishek Banerjee : কয়লা পাচার মামলা, ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে তলব নয় অভিষেককে, নির্দেশ সুপ্রিম কোর্টের
অভিনেত্রী সাংসদ জানিয়েছেন, এই ভিডিয়ো শেয়ার করা হবে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োর মাধ্যমে, জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে তৃণমূলের কথা।