মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে টলিউড অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় । এদিন, সেখানেই তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি । তৃণমূল পরিবারের সদস্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করলেন সৌরভ । কেন তৃণমূলে যোগ ? সৌরভের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।"
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বুধবার দুপুর থেকে রেডরোড থেকে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তার দ্বিতীয় দিন । এদিন সকাল থেকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে নেত্রীকে । বেলা ১২টা নাগাদ সেই ধর্না মঞ্চে দেখা গেল তরুণ কুমারের নেতা সৌরভকে । ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজাদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি । যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার।”