রাজনীতিতে আসা এবং থেকে যাওয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। আরামবাগের প্রশাসনিক সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন অভিনেতা দেব। তিনি যে রাজনীতি থেকে এখনই বিদায় নিচ্ছেন না তাও একপ্রকার পরিষ্কার করে দেন। একই সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্যসরকারের কাছে এবিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি করেন তিনি।
প্রতিবছরের বর্ষায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয় বলে অভিযোগ ঘাটালবাসীর। সেখান থেকে বাঁচতেই ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবি তুলেছেন দেব। তাঁর অভিযোগ, কেন্দ্রের গাফিলতির কারণেই তা বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না।
মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ শোনার পরেই সেই বিষয়ে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যে মাস্টারপ্ল্যান তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভরসায় না থেকেই রাজ্য সরকার তা বাস্তবায়িত করবে বলে জানান তিনি।
কয়েকদিন আগে থেকেই রাজ্য রাজনীতিতে চর্চায় ছিলেন দেব। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে লড়বেন কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও রবিবার দেব ইঙ্গিত দেন লোকসভা ভোটে লড়বেন তিনি।