দেশে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। চলতি সপ্তাহে রাজ্যে করোনা পরিস্থিতি দ্বিগুণ হয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবনের শুক্রবারের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৪৬ জন। ফলে রাজ্যে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১২৭ জন। যা গত সপ্তাহে ছিল ৫০০-এর কাছাকাছি। ফলে ক্রমশই বাড়ছে উদ্বেগ।
রাজ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে সংক্রমিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যুও হয়। তবে, চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলেও সেভাবে বাড়েনি মৃতের সংখ্যা। এমনকি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যু হয়নি।
অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতিও। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যু হার ১.১৮ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দেশের মোট আক্রান্তের ০.১৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত বৃহস্পতিবার এক লাফে দৈনিক সংক্রমণ বেড়েছিল ২০%।