ঘটনাটি ঘটেছিল ২৪ ফেব্রুয়ারি । তার পর কেটে গিয়ে গিয়েছে দুই সপ্তাহের বেশি । রহড়ায় (Rahara Incident) যুবকের মৃত্যুর (Youth Death) ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । এরই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন পরিবারের লোকজন । অবিলম্বে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ।
কী ঘটেছিল ২৪ ফেব্রুয়ারি ? ওইদিন খড়দহ কল্যাণ নগর মাঠপাড়া এলাকার বাসিন্দা বিক্রম ব্যানার্জীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবারের অভিযোগ, বিক্রমের দীর্ঘদিনের প্রেমিকা মৌসুমী তাঁদের ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে । ২৫ ফেব্রুয়ারি মৌসুমীর বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা । কিন্তু, ঘটনার পর এতদিন কেটে গেলেও মৌসুমীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
আরও পড়ুন, West Bengal News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের চেষ্টা, প্রকাশ্য দিবালোকে কোপ হোটেল মালিককে
জানা গিয়েছে, বিক্রম ও মৌসুমীর মধ্যে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক । মৌসুমী বড়লোক বাড়ির মেয়ে, বিলাসবহুল জীবনযাপন করে । এদিকে, বিক্রম নিম্নবিত্ত পরিবারের ছেলে । পরিবারের অভিযোগ, মৌসুমী বিক্রমের উপর নানাভাবে চাপ সৃষ্টি করত । প্রায়ই তাঁকে 'ভিখারি' বলত । এরই মধ্যে আরও এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিল মৌসুমী । এটা জানার পর থেকেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল বিক্রম । পরিবারের অভিযোগ, ছেলের উপর মানসিক দিক থেকে অত্যাচার করত মৌসুমী । সেইকারণেই বিক্রম আত্মহত্যা করেছে ।