রবিবার শহরের রাস্তায় ভরদুপুরে 'জয় রাইড'-এর বলি হয়েছেন এক মহিলা পথচারী । মৃতের নাম ষষ্ঠী দাস । রক্তে ভেসে যাচ্ছে বালিগঞ্জ ( Ballygunge Accident) সার্কুলার রোডের রাস্তা । মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে এলাকার ছবি । ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ (Road Accident) । পুলিশ জানিয়েছে, গাড়ির চালকের আসনে বছর উনিশের এক যুবক ছিলেন বলে জানা গিয়েছে । তাঁর নাম সুরেশ । কীভাবে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা ?
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘাতক গাড়িটি এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে আসছিল । গাড়ির রং ছিল লাল । গতি অত্যন্ত বেশি ছিল । দ্রুতগতিতে বালিগঞ্জ সার্কুলার রোডে যাওয়ার সময় আচমকা রাস্তায় পাশে রাখা দু’ টি গাড়িতে পরপর ধাক্কা মারে ওই গাড়িটি । দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলি । সেই সময় রাস্তার পাশের ফুটপাত হেঁটে যাচ্ছিলেন ষষ্ঠী দাস । সেই মহিলাকেও ধাক্কা মারে গাড়িটি । গাড়ির নীচে পিষ্ট হয়ে যান ওই মহিলা । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি পিকনিক গার্ডেন এলাকায় । কাজের জন্য বালিগঞ্জ সার্কুলার রোডে গিয়েছিলেন তিনি ।
আরও পড়ুন, Ballygunge Road Accident : বালিগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, 'জয় রাইড'-এর বলি ১
অভিযুক্ত চালককে প্রথমে আটক করেছিল পুলিশ । পরে তাঁকে গ্রেফতার করা হয় । ঘটনার সময় তাঁর গাড়ির গতিবেগ কত ছিল, গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।