শুরুটা দারুণ হলেও, যাত্রা শুরু হতেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না বন্দে ভারতের (Vande Bharat) । এবার অভিযোগ হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বিকল হয়ে যায় বন্দে ভারতের এসি। সেমি হাইস্পিড এই প্রিমিয়াম ট্রেনের টিকিটের দামও তুলনামূলক অনেক বেশি। স্বভাবতই এই ভোগান্তিতে বেজায় বিরক্ত যাত্রীরা।
Anubrata Mondal: তিহাড়ে অনুব্রত মণ্ডল, দেখা করবেন দুই সাংসদ দোলা সেন ও অসিত মাল
অভিযোগ ট্রেন ছাড়ার আগেই দেখা যায়, পাঁচটি বগিতে এসি কাজ করছে না। এরপরেও হাওড়া থেকে ট্রেন ছাড়ে। ওই ৫ বগির যাত্রীরা ক্ষোভ দেখতে শুরু করেন। যদিও এর কিছুক্ষণের মধ্যেই এসি সারিয়ে দেওয়া হয়। এর আগেও একাধিকবার বন্দেভারতে যান্ত্রিক গোলযোগের অভিযোগ উঠেছে।