Bjp on Abhishek Banerjee's Poster : অভিষেকের 'নতুন তৃণমূল', বুদ্ধবাবুর ছোঁয়া দাবি দিলীপের, কড়া শুভেন্দু

Updated : Aug 24, 2022 15:52
|
Editorji News Desk


রাজ্য়ের শাসক দলের 'নতুন তণমূল' পোস্টারের মধ্যে রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছোঁয়া দেখছেন বিজেপি সাংসদ এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই পোস্টারকে কেন্দ্র করে অবশ্য বেশ কড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। শুভেন্দুর দাবি, ইডি-সিবিআইয়ের সাঁড়াশি চাপে আগামী ছ'মাসের মধ্যেই উঠে যাবে তৃণমূল। এই পরিস্থিতিতে জল মাপছে শাসক দল তৃণমূল। দুবাই থেকে ফিরেই হয়তো এই পোস্টার সম্পর্কে কর্মী-সমর্থকদের কাছে খোলসা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

একুশে জুলাইয়ের সভামঞ্চে নতুন তৃণমূল তৈরির ডাক দিয়েছিলেন অভিষেক। মঙ্গলবার রাত থেকেই সেই স্লোগান তুলে নতুন তৃণমূলের পোস্টার পড়েছে দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চলে। আগ্রহ বেড়েছে শহরবাসীর। এমনকী, রাজনৈতিক মহলেরও। এই পরিস্থিতিতে বুধবার পশ্চিম মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের এই পোস্টারের মধ্যে লুকিয়ে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন সিপিএমের ছোঁয়া। তাঁর প্রশ্ন, এই একই স্লোগান তুলে বাংলায় ক্ষমতায় এসেছিল সিপিএম। তারপর কী হয়েছিল ? তাঁর আরও অভিযোগ, চোরদের সংখ্যা বেড়ে গিয়েছে শাসক দলের অন্দরে। যার প্রমাণ পার্থ চট্টোপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারি। আগামী দিনে আরও তৃণমূল নেতা গ্রেফতার হবেন বলেও ফের দাবি দিলীপ ঘোষের।

এই পরিস্থিতিতে দুর্নীতির প্রশ্নে এবার মুখ্যমন্ত্রীকে সিবিআই জেরার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন এক সভায় শুভেন্দু দাবি করেছেন, ইডি-সিবিআইয়ের সাঁড়াশি চাপে ডিসেম্বরের মধ্যেই উঠে যাবে তৃণমূল কংগ্রেস। প্রায় একই সুর শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলাতেও। 

বিজেপির এই আক্রমণের সামনেও জল মাপছে রাজ্যের শাসকদল  তৃণমূল কংগ্রেস। দলের একাংশের দাবি, কারা থাকবে, আর কারা উঠে যাবে, তা প্রমাণ হয়ে যাবে রাজ্যের পঞ্চায়েত ভোটেই। তবে জানা গিয়েছে, নতুন তৃণমূল নিয়ে দেশে ফিরে ব্যাখা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কারণ, নতুন তৃণমূল তৈরির ডাক একুশের মঞ্চ থেকে তিনি দিয়েছিলেন। 

Abhijit BanerjeeDilip GhoshPosterBJPSuvendu AdhikariTMC

Recommended For You

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে
editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর