সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুত্রে খবর, ইতিমধ্যেই তাঁর সম্মতি নিয়ে প্রচারের নির্ঘণ্ট তৈরি হয়ে গিয়েছে।
সব ঠিকঠাক থাকলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন অভিষেক। এপ্রিল মাসে মোট পাঁচটি কর্মসূচি রয়েছে তাঁর। যার মধ্যে প্রথম কর্মসূচিটি হবে ৮ এপ্রিল আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে। গত ১১ মার্চ তাঁর কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও উচ্চমাধ্যমিকের কারণে এই সভা পিছিয়ে দেওয়া হয়।