পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। ঝুলিতে ঢোকাতে হবে সিংহভাগ আসন। সেকারণে মাত্র ১০ দিনের বিশ্রাম নিয়েই ফের প্রচার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করছেন তিনি।
১৬ জুন শেষ হয়েছে তৃণমূলের নবজোয়ার সভা। উত্তরের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণের কাকদ্বীপ পর্যন্ত জংসংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন অভিষেক। তারই মাঝে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়। এবার ফের জেলায় জেলায় সভা করবেন তিনি।
প্রাথমিকভাবে ৫টি সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা শুরু নদীয়া থেকে। মঙ্গলবারের সভার পর ৩০ জুন সভা করবেন বীরভূমে। তারপর ১ জুলাই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা করবেন অভিষেক। এবং ২ এবং ৩ জুলাই যথাক্রমে মালদা এবং পুরুলিয়ায় সভা রয়েছে তাঁর।
অন্যদিকে সোমবার থেকে পঞ্চায়েত নির্বাচন শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে সভা করেই প্রচার শুরু করেছেন তিনি।
৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে। তার রূপরেখা কী হবে তা নবজোয়ার কর্মসূচিতে একপ্রকার বুঝিয়ে দিয়েছেন অভিষেক। একাধিক জেলায় দলের অভিজ্ঞ নেতাদেরও পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ফের মাঠে নামছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।