পঞ্চায়েত ভোটে কোনওরকম গা জোয়ারি করা যাবে না। মঙ্গলবার জেলাওয়ারি বৈঠক থেকে এমন বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দলের রণকৌশল কী হবে, সেই নিয়ে ইতিমধ্যে একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। মঙ্গলবার দফায় দফায় পূর্ব মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক সারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পূর্ব মেদিনীপুরের কার্যত ব্লক ধরে ধরে বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে চলে বৈঠক।
২০১৮ সালে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করে নির্বাচনে জেতার একাধিক অভিযোগ উঠেছিল। বহু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের পর শাসকদলের গা জোয়ারি রাজনীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। একাধিক অভিযোগ বিদ্ধ হওয়ার পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে তার প্রভাব পড়েছিল, তেমনটাও পরে স্বীকার করে নেন শাসকদলের একাধিক নেতা-কর্মী।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পরের বছরও লোকসভা নির্বাচন। তাই গতবারের ঘটনাক্রমের পুনরাবৃত্তি যাতে দলের ভাবমূর্তি নষ্ট না করে ও ভোটবাক্সে বিরূপ প্রভাব না ফেলে, সেই ভাবনা সামনে রেখেই এখন থেকেই বিভিন্ন জেলা নেতৃত্বকে বার্তা দিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।