Abhishek Banerjee: পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় নেই, দুই মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে অভিষেক

Updated : Aug 29, 2022 11:41
|
Editorji News Desk

দুই হেভিওয়েট নেতার গ্রেফতারির পর শাসক দল তৃণমূলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার পশ্চিম মেদিনীপুরে ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় বৈঠক।

দুই মেদিনীপুর জেলার সাংগঠনিক দায়িত্ব ও পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর প্রথম পশ্চিম মেদিনীপুরকে নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস করবে না দল, তা আগেই জানিয়ে দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগের দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই বৈঠক। তৃণমূল-স্তর থেকে শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করেছে দল।

আরও পড়ুন: ভোলে ব্যোম'-এর পর 'শিব শম্ভু', বীরভূমের আরও একটি রাইস মিলে হানা CBI-এর

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৈঠক করছে তৃণমূল। ইতিমধ্যে একের পর এক জেলাওয়াড়ি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ঘাটাল ও পশ্চিম মেদিনীপুরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে স্কুল আছে। জেলায় পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীও অনেক। ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলের প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। সেই দিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব।

তৃণমূলের রাজনৈতিক উত্থান ও শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ও। এই জেলার সাংগঠনিক বৈঠক নিয়েও গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করে নতুন বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

East MidnapurTMCAbhishek BanerjeeWest midnapurPartha ChatterjeeAITC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর