আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে রীতিমতো হইচই পড়ে গেছে।
শনিবার কালীঘাটে অভিষেকের অফিসে গিয়ে, তাঁর সঙ্গে দেখা করে কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায় এবং নারায়ণ গোস্বামীর মতো নেতারা প্রায় সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। প্রচারে নামার কথা বলা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান। দলের কোনও সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না বলে দাবি অভিষেকের ঘনিষ্ঠ সূত্রের।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মনে নাকি তীব্র অসন্তোষ জন্মেছে। ১০০ দিনের আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেওয়া, প্রশাসনের একাংশের অসহযোগিতায় রাজ্য সরকারি প্রকল্প মাথপথে আটকে থাকা এবং অন্যান্য নানা কারণেই নাকি এই অসন্তোষ। দলের অন্দরে কথা বলেও কোনও লাভ হয়নি বলেই। তাই অভিষেক নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দলের কোনও নেতাই।