চণ্ডীপুর থেকে ২০ কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে পৌঁছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাঁটার চ্যালেঞ্জ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাত ১০টা ২০ মিনিটে নন্দীগ্রামে পৌঁছে সভা করেন অভিষেক। এলাকার বিজেপি বিধায়ক শুভেন্দুকে তাঁর কটাক্ষ, "গদ্দার পারবে ২০ কিলোমিটার হাঁটতে? পারবে রাত সাড়ে ১০টায় এমন সভা করতে?’’ অভিষেক জানান, তিন মাস পরে আবারও নন্দীগ্রামে আসবেন তিনি।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'
শুভেন্দুকে আক্রমণ করলেও তাঁর বাবা শিশির অধিকারীর প্রতি কোনও কটাক্ষ করেননি ডায়মন্ড হারবারের সাংসদ। সভাস্থল কিছু তৃণমূল কর্মী শিশিরবাবুর সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে 'চোর চোর চোরটা' স্লোগান দিলে অভিষেক প্রতিবাদ করেন। তিনি জানান, শিশিরবাবু প্রবীণ মানুষ। নিজের পিঠ বাঁচাতে বিজেপিকে গিয়েছেন। শুভেন্দুর জন্য তাঁর বাবাকে বদনাম করার কারণ নেই।
অভিষেক আরও বলেন, তাঁর শরীরে বেইমানের রক্ত নেই। তাঁর গলা কাটলেও 'জয় বাংলা' স্লেগান বেরবে৷ তাঁর দাবি, রাত সাড়ে দশটায় সভা, তাও এত মানুষের জমায়েত থেকে প্রমাণিত, শুভেন্দুকে উৎখাত করতে চাইছেন নন্দীগ্রামের আমজনতা।