শুক্রবার বীরভূমের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন । এবার তারই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । টুইট করে লেখেন, তাঁর অস্তিত্ব যদি শাহকে যন্ত্রণা দেয়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন । কিন্তু, শর্ত একটা রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে । শাহের কটাক্ষের জবাবে ফের কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
অভিষেক এদিন টুইটে লেখেন, "আপনি অনেক কিছুই বললেন, কিন্তু বিজেপি বাংলার যে ক্ষতি করেছে, সে বিষয়ে একটি কথাও বললেন না ।" এরপরেই তিনি লেখেন, "আপনার যদি আমার অস্তিত্বে এতটাই যন্ত্রণা হয়, তবে আপনি বরং এক কাজ করুন, বাংলার অধিকারের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার প্রাপ্য অর্থ মিটিয়ে দিন। আমি নিজেকে সব ধরনের রাজনীতি থেকে সরিয়ে নেব।"
বীরভূমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জনসভাতেই শাহের চ্যালেঞ্জ, "মমতাদিদি যতই স্বপ্ন দেখুন তাঁর পরে ভাইপো মুখ্যমন্ত্রী হবেন । কিন্তু তা হবে না । রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন ।" সেইসঙ্গে ভবিষ্যদবাণী করে গেলেন শাহ । তাঁর কথায়, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে । এর কয়েক ঘণ্টা পরই টুইট করে জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।