স্ত্রী, সন্তানদের জেলে ঢোকালে, এমনকী তাঁকে গ্রেফতার করা হলেও মাথা নত করবেন না । স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সোমবারই কয়লাকাণ্ডে ইডি তলবের নোটিস পাঠানো হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । ৮ জুন তিনি ইডি দফতরে হাজিরা দেবেন । এ প্রসঙ্গে অভিষেকের যুক্তি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে । তাঁর সঙ্গে রাজনৈতিক শত্রুতার জেরেই স্ত্রী-সন্তানদের টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অভিষেক । কিন্তু, তৃণমূল সাংসদ জানিয়ে দিয়েছেন,তাঁকে কোনওভাবেই আটকানো যাবে না ।
সোমবার তৃণমূলের জনসংযোগ যাত্রা কর্মসূচিতে ফুরফুরা শরিফে ছিলেন অভিষেক । সেখান থেকেই তিনি বলেন, "৩ বছরের ছেলে, ৯ বছরের মেয়ে, তাদেরও ছাড়ছেন না। পরিবারকে টার্গেট করলেও মাথা নত করব না, গলা কাটলেও মাথা নত করব না।" প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, মানুষের দরবারে এসে তাঁর সঙ্গে সড়াই করুন মোদী । তিনি জানিয়েছেন, মেরুদণ্ড বিকিয়ে বিজেপিতে যোগ দেবেন না কোনওদিন ।