আজ শালবনিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। কোচবিহার থেকে শুরু করে প্রায় ১৩ জেলা ঘুরে শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তিনি বললেন, 'তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মতো, তাকে যত আঘাত করবেন ততই মজবুত হবে। তৃণমূলের নবজোয়ার জনতার জনজোয়ারে পরিণত হয়েছে। '
Mamata Banerjee: শালবনি হাসপাতালে আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নামকরণ করলেন সদ্যোজাতের
নবজোয়ারের মাঝেই CBI এর ও ডাক পেয়েছিলেন অভিষেক। এদিনের কর্মসূচিতে বিরোধীদের আক্রমণ করে অভিষেক জানান, অনেকেই বলেছিল ৬ দিনও টিকবে না। সেই নবজোয়ার এখন ৩১, ৩২ দিন পার করেছে। বিরোধীদের চক্রান্ত, ইডি সিবিআই সংবাদমাধ্যমের অপপ্রচার কিছুই রুখতে পারেনি নবজোয়ারকে।' তিনি আরও বলেন, 'বিশুদ্ধ লোহাকে আপনি যত আঘাত করবেন সেই লোহা তত তেজি, তত মজবুত তত শক্তিশালী হবে। অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা এসেছে কিন্তু একদিনের জন্যও কলকাতা ফিরিনি। তৃণমূলের নবজোয়ার আর তৃণমূলের নবজোয়ার এখন জনতার জনজোয়ার। ' এদিনের সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়। অভিযোগ ওঠে কুড়মি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।