মানুষের পঞ্চায়েতে জনসাধারণের মতামতকেই মান্যতা। কোচবিহারে জনসংযোগ যাত্রার প্রথম দিনেই তা বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের দিনহাটায় অভিষেকের মঞ্চের পিছনেই রাখা ছিল একটি ব্যালট বাক্স। মঞ্চ থেকেই অভিষেক জানান, পঞ্চায়েতে কে প্রার্থী হবে, তা ঠিক করবে জনতা। আর ওই প্রার্থীকেই জিতিয়ে আনা হবে। তাই ওই ব্যালট বাক্সে জনতাকে তাদের মতামত জানাতে অনুরোধ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি জানান, প্রার্থী বাছাই করতে গোপন ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটদাতার নাম, পরিচয় লিখতে হবে না। শুধু কাকে প্রার্থী করবেন, তাঁর নাম লিখলেই হবে।
গোপন ব্যালটের পাশাপাশি ফোনেও নিজেদের প্রার্থী ঠিক করতে পারবে জনগণ। সেই ব্যবস্থাও জনসংযোগের প্রথম দিনেই করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোচবিহারবাসীর কাছে অভিষেকের অনুরোধ, এমন প্রার্থীকে চিহ্নিত করুন, যিনি আগামী পাঁচ বছর দলমত নির্বিশেষে কাজ করতে পারবেন। রাজনৈতিক মহলে দাবি, উত্তরবঙ্গে হারানো জমি এখন ফিরে পেতে মরিয়া তৃণমূল।
উল্টোদিকে অভিষেকের এই কর্মসূচিকে ইতিমধ্যে কটাক্ষ করেছে বিরোধীরা। বাম-বিজেপি দু পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে, রাজ্যবাসীকে আরও একবার ধাপ্পা দিতে চাইছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি অভিষেকের এই কর্মসূচি ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে নয়া ইতিহাস।