মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। পর পর দুই নেতা দুটি আলাদা মামলায় গ্রেফতার হয়েছে। ফলে কিছুটা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই এই জোড়া ধাক্কায় বেসামাল ঘাসফুল শিবির। বৃহস্পতিবার বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার নেতাদের নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। সূত্রের খবর, শীঘ্রই বীরভূমের নেতাদের নিয়েও বৈঠকে বসবেন তিনি। বীরভূমের নেতাদের মধ্যে এলাকা ভিত্তিক সংগঠনের দায়িত্ব দিতে পারে দল।
সুত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর থেকেই ঘর গুছোতে শুরু করে তৃণমূল। কিন্তু বীরভূমের কেষ্ট গ্রেফতার হতেই জোর ধাক্কা লাগে তৃণমূল শিবিরে। তাই এক ব্যক্তির ওপর নির্ভরশীলতা কাটিয়ে টিম তৃণমূলের ওপর বীরভূমের দায়িত্ব দিতে পারে শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন- Partha on Anubrata:'অনুব্রত কি এই জেলেই আসবে'? কেষ্টর গ্রেফতারির খবর পেয়ে প্রশ্ন পার্থর
এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জেলাওয়ারি সাংগঠনিক বৈঠকের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তৃণমূল অবশ্য আগেই স্পষ্ট করেছে, কারোর ব্যক্তিগত দুর্নীতির দায় নেবে না দল। দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, সেকথাও বারবার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।