একমাস পেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) 'জনসংযোগ যাত্রা' (Jana Sanyog Yatra) । এই কয়েকদিনে অন্য রূপেই দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে । সাধারণ মানুষের মধ্যে যেন একেবারে 'পাড়ার ছেলে'-এর মতোই মিশে যেতে দেখা গিয়েছে তাঁকে । হেভিওয়েট নেতা হয়েও ময়দানে রাত কাটিয়েছেন । বর্তমানে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) রয়েছেন অভিষেক । সেখানেও একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে গেলেন অভিষেক । রবিবারের কর্মসূচিতে কখনও রোড শোয়ের মাঝে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বললেন । আবার কোনও চায়ের দোকানে ধোঁয়া ওঠা কাপে চুমুক দিতে দিতেই শুনলেন মানুষের সমস্যার কথা । এদিন ঘাটালের বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িও ঘুরে দেখেন তিনি ।
রবিবারের কর্মসূচির বিবরণ ও ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । জানা গিয়েছে এদিন, চন্দ্রকোনার কালিকাপুর শিবমন্দির থেকে বাঁকা পর্যন্ত রোড শো করেন ডায়মন্ড হারবারের সাংসদ । বাঁকা এলাকায় রোড শোয়ের মাঝে হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক । রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । খোঁজ নেন । সমস্যার কথাও শোনেন । এরপর চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খান । সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । অভিষেক সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, "...ধোঁয়া ওঠা ভাড়ে একটা চুমুক দিয়েই শুরু হল কথাবার্তা, ভাব বিনিময়, আলোচনা। এসবের মধ্যে দিয়েই আমি সকলের পাশে বসে যাবতীয় পরামর্শ, অভিযোগ, প্রয়োজনের কথা শুনলাম এবং সেগুলোর সমাধান নিশ্চিত করব কথা দিলাম। আপনারা পাশে থাকলে, যে-কোনো লড়াই আমি লড়তে সক্ষম।"
আরও পড়ুন, Lovely Maitra: শুভেন্দুর সভার পর গঙ্গাজল দিয়ে এলাকার 'শুদ্ধিকরণ' লাভলি মৈত্রর
এরপর পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যান সাংসদ । সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি । বিদ্যাসাগর স্মৃতি মন্দির ঘুরে দেখেন ।