গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একটি গাড়িতে হামলার অভিযোগ কুড়মির বিক্ষোভকারীদের। ভেঙে চুরমার মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। হঠাৎ করেই বাস-লাঠি নিয়ে চড়াও হন কুড়মি সমর্থকরা। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়। চলে ইটবৃষ্টি। এর আগে বাঁকুড়াতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ দেখান কুড়মিরা।
শুক্রবার নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে শালবনি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ফের একই মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার আগে ফের অভিষেকের যাত্রাপথে হামলা কুড়মি সমর্থকদের। অভিষেকের কনভয় শালবনি ঢুকতেই বেশ কয়েকটি গাড়িতে চড়াও হন সমর্থকরা। অভিযোগ, কনভয়কে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়।
ঘটনার পর মন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, "আমি নিজেও আদিবাসী সমাজের মানুষ। কিন্তু এভাবে আন্দোলন হয় নাকি।আমরাও আন্দোলন করেছি। এর শেষ দেখে ছাড়ব।"