পঞ্চায়েত না মিটলে যেতে পারবেন না। নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নদিয়ার কালিগঞ্জের নবজোয়ারের সভা থেকে তিনি জানান, স্ত্রীকে ছাড়়ার ১৫ মিনিটের মধ্যে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। কিন্তু সেই নোটিস হাতে পাননি তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন. "কারও বাবার চাকর নই। যতবার ডাকবে, ততবার যেতে হবে নাকি! নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার প্রশ্নই নেই।" পঞ্চায়েতের পর দেখা যাবে। এমনই জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির, মঙ্গলবার হাজিরার নোটিস
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে ক্ষুব্ধ কুণাল ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনঘোষণার পরই অভিষেককে ফের তলব করে ইডি। বারবার হেনস্থা করা হচ্ছে। বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির নির্দেশেই অভিষেককে ডাকা হয়েছে।