নিজাম প্যালেসে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সকাল ১১টায় তাঁকে হাজিরা নির্দেশ দিয়েছিল সিবিআই । নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি সিবিআই দফতরে পৌঁছন । এদিকে, সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একটি চিঠি দেন অভিষেক । সেখানে তিনি জানান, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সাংসদ । শুধু তাই নয়, সিবিআইয়ের একদিনের নোটিসে চিঠি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি । জানান, এমন ব্যবহারে তিনি বিস্মিত ।
শনিবার, সকাল ১০টা ৫২ মিনিট নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক । ১০টা ৫৮ মিনিটে সিবিআই দফতরে প্রবেশ করে অভিষেকের কালো গাড়ি । গাড়ি থেকে নেমে সবার উদ্দেশে নমস্কার জানিয়ে হাসিমুখেই সিবিআই দফতরে ঢুকে যান তৃণমূল সাংসদ ।
সিবিআই সূত্রে খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ পাতার প্রশ্নমালা তৈরি করেছেন তদন্তকারীরা । তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে খবর ।
উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক । কিন্তু, তা গ্রহণ করা হয়নি । ফের মামলা ফেরত যায় প্রধান বিচারপতির বেঞ্চে । কিন্তু সেখানেও আবেদন গ্রহণ করা হয়নি । এরপরই অভিষেককে তলবের নোটিস পাঠায় সিবিআই ।