দলীয় নেতা কর্মীদের কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি প্রশাসনকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির খবর পাওয়া গেছে। বিরোধীরা একযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলেছে। সেকারণে শনিবার নবজোয়ার সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে বিরোধীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি কেউ মনোনয়ন জমা দিতে না পারে তাহলে তাঁদের জানাতে।