প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। সেইমতো জব কার্ড হোল্ডারদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো আর্থিক সাহায্য। সূত্রের খবর,বকেয়া টাকার পাশাপাশি বঞ্চিত কার্ড হোল্ডারদের একটি করে চিঠিও পাঠিয়েছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামীদিনে কোন পথে আন্দোলন এগোবে, ওই চিঠিতে তার পথ নির্দেশ করে দিয়েছেন অভিষেক।
গত অক্টোবরেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলেনে যোগ দিয়েছিলেন বহু জব কার্ড হোল্ডার। সেখানে তিনি বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেছিলেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র টাকা না দিলে তৃণমূল বিধায়ক ও সাংসদরা বেতনের টাকা দিয়ে জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাবেন। সেইমতো ৩০ নভেম্বরের আগেই টাকা পাঠানো শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে সূত্রের খবর, যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির আন্দোলনে শরিক হয়েছিলেন শুধুমাত্র তাঁদেরকেই টাকা পাঠানো হচ্ছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে চিঠি পাঠানো হচ্ছে বলেও খবর।