দুয়ারে পঞ্চায়েত ভোট। মাঠে নেমে প্রার্থী নির্বাচন থেকে প্রচার সবটাই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ফালাকাটায় প্রচারে গিয়ে কর্মী সমর্থকদের আগাম সতর্ক করলেন অভিষেক। তিনি জানান, পঞ্চায়েত ভোট জিতেই যদি কোনও প্রধান ভেবে নেন যা খুশি করবেন তা হবে না, কেননা অভিষেক নিজে ভোটের ৩ মাস পর ৬৪টি গ্রাম পঞ্চায়েত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। তবে নির্দলদের তৃণমূলে কোনও জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে, কাজ না করলে বাদ দেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হবেন সেই তালিকা ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছেন। এবং সেই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু অনেকেই সেই তালিকা মেনে না নিয়ে নির্দল হিসেবে প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন।
দলের তরফে ঠিক করে দেওয়া প্রার্থীকে কেউ না মেনে নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।