অভিষেকের নবজোয়ার এবার শুভেন্দুর পূর্ব মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর সফর শেষ করে মঙ্গলবার এই জেলায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জেলা তৃণমূল জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরে মোট চারদিন থাকবেন অভিষেক। নানান কর্মসূচির সঙ্গে রয়েছে নন্দীগ্রামে যাওয়ার বিষয়টিও। তবে পাঁশকুড়া থেকে শুরু হবে অভিষেকের পূর্ব মেদিনীপুর সফর। সেখান থেকে পটাশপুর। বৃহস্পতিবার রামনগর থেকে চণ্ডীপুর হয়ে হেঁটে নন্দীগ্রামে ঢুকবেন অভিষেক। সেখানে একরাত থেকে যাবেন নন্দকুমারে।
২০২১ সালে বাংলায় বিধানসভা ভোটের পর থেকে নন্দীগ্রাম এখনও বঙ্গ রাজনীতির অন্যতম কৌশলগত এলাকার নাম। এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী। যিনি রাজ্যে বিরোধী দলনেতা। রাজনৈতিক মহল এখন থেকেই তাল ঠুকছেন, বৃহস্পতিবার নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিষেক কী বার্তা দেবেন তার জন্য। পাশাপাশি তারা দেখতে চাইছেন পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত ভোটের আগে কী কৌশল নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
যদিও অভিষেকের এই সফর নিয়ে খুব একটা সক্রিয়তা দেখাতে রাজি নয় জেলা বিজেপি। তাদের দাবি, পঞ্চায়েত ভোট হলে এই জেলা থেকে সব চেয়ে বেশি আসনে হারবে বাংলার শাসক দল। বিজেপি নেতাদের এই দাবির পর আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর।