অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাই কোর্টের। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এই নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে হাই কোর্ট।
Bhanu Bhag Arrested: এগরা বিস্ফোরণ কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ভানু বাগ
নিয়োগ মামলার হেফাজতে কুন্তল ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চাপ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমনই অভিযোগ করেন কুন্তল ঘোষ। সেই মামলা হাই কোর্টে ওঠে। পরে সুপ্রিম কোর্ট থেকে ফের হাই কোর্টে ফেরে সেই মামলা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জরিমানা করল হাই কোর্ট।
গত শুক্রবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাই কোর্ট। ওদিন শুনানিতে অভিষেকের আইনজীবী হাই কোর্টের পুরনো নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। একই সঙ্গে তৃণমূল নেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার আর্জি জানান তাঁর আইনজীবী। বিচারপতি অমৃত সিনহা এদিন জানিয়েছেন, আদালতের দরজা সব সময় খোলা। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।