মহেশতলার বিলাসবহুল বহুতল আবাসনের ফ্ল্যাটে চলছিল গৃহপ্রবেশের পুজো, আর সেইসময়েই ঘটে যায় দুর্ঘটনা। বহুতলের ১০ তলা থেকে নিচে পড়ে যায় আট বছরের অন্বেষা। ভাগ্য ভালো, সে পড়েছিল প্যাকিং বাক্সের উপর। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় CMRI হাসপাতালে। সে এখন মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছে। অন্বেষার অসহায় পরিবারের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।
শিশুটির চিকিৎসার সমস্ত খরচ অভিষেকই দেবেন বলে জানিয়েছেন। ঘটনার জেরে অভিযোগ ওঠে, কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এমনকি সেই কেতাদুরস্থ বহুতলে রেলিং না থাকার জেরেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন : মুখে একাধিক আঘাত, কাঁটা আঙুল,লিভ-ইন-পার্টনারকে নৃশংসভাবে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
নিচে প্যাকিং বাক্সের উপরেই ১০ তলা থেকে পড়ে শিশুটি। তার উপর আছড়ে পড়ায় সেভাবে রক্তক্ষরণ হয়নি, কিন্তু তার নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল বলেই দাবি স্থানীয়দের। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির মাল্টিপল ব্রেইন হ্যামারেজ হয়েছে।