বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরে দাঁড়িয়েই ফের বিজেপির বিরুদ্ধে সুড় চড়ালেন সাংসদ । একইসঙ্গে মঙ্গলবার রাতে কৃষি ভবনে ঠিক কী কী ঘটেছিল তাঁদের সঙ্গে, ব্যাখা করলেন । গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন, তার সত্যতা যাচাইয়ের জন্য় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুললেন অভিষেক ।
উল্লেখ্য, গিরিরাজ সিংরা অভিযোগ তুলছেন, তৃণমূল ঝামেলা পাকাতে গিয়েছিল দিল্লিতে । তারই জবাবে এদিন অভিষেক বলেন, " গিরিরাজ সিং যে দাবি করছেন, তা এক মিনিটে নস্যাৎ হয়ে যাবে সিসিটিভি ফুটেজ রিলিজ করলে। যে সিসিটিভি ফুটেজ কৃষিভবনে আছে, সেটা তৃণমূল সরকারের অধীনে পড়ে না। ওটা সিআইএসএফ, দিল্লি পুলিশ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে পড়ে। দায়িত্বে রয়েছেন নরেন্দ্র মোদী।”
কৃষি ভবনে ঠিক ঘটেছিল অভিষেকদের সঙ্গে ? সাংসদ জানিয়েছেন, মন্ত্রী পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন । তারপর তাঁরা সেখানে ধর্নায় বসেন । তাঁর কথায়, "পাঁচ মিনিট পর থেকেই আমাদের ধমকানো, চমকানো চলছিল। প্রায় ৮-১০ হাজার পুলিশ বাহিনী নামানো হয়। এক এক জন মহিলা সাংসদদের জন্য প্রায় ২০-২৫ জন পুলিশকে ব্যবহার করা হয়েছে।... মহিলাদের চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হয়েছে। কুকুর-বিড়ালের মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল।"
অভিষেক আরও জানান, দিল্লিতে তৃণমূলের কর্মসূচি স্রেফ ট্রেলার ছিল। আসল ছবি দেখানো হবে দুই মাস পর । যখন দিল্লির রাজপথে ৫০ হাজার থেকে লক্ষাধিক লোক নিয়ে প্রতিবাদ কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।