Calcutta High Court on Abhishek Banerjee: দুবাই যেতে পারবেন অভিষেক, ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট

Updated : Jun 02, 2022 19:21
|
Editorji News Desk

চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আপত্তি খারিজ করে দিয়ে অভিষেকের দুবাই যাত্রায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। তাঁকে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেল, ফোন নম্বর, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে। এই সময়ের মধ্যে তাঁকে সমন পাঠানোর ক্ষেত্রে নিরস্ত থাকতে হবে। মানবিক কারণে অভিষেক এবং তাঁর স্ত্রীর চিকিৎসার কারণে দুবাই যাওয়ায় অনুমতি দিচ্ছে হাইকোর্ট।

প্রসঙ্গত, ইডির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মাঝেমধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় তাঁকে। ৩-১০ জুন দেশে থাকতে পারবেন না অভিষেক। কিন্তু তৃণমূল সাংসদের অভিযোগ, ইডি (ED) তাঁকে চিকিৎসার কাজে বাধা দিয়েছে। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিন কলকাতা হাইকোর্টে ইডির অফিসারদের নির্দেশের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য দেশে থাকতে পারবেন না, তা ইডিকে আগাম জানান তিনি। তৃণমূল সাংসদকে ওই নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে যেন জিজ্ঞাসাবাদের জন্য না ডাকা হয়। কিন্তু ইডি অভিষেককে জানিয়েছে, বিদেশে যাওয়া যাবে না। এরপরই হাইকোর্টে মামলা করেন তৃণমূল সাংসদ।

Calcutta High CourtAbhishek BanerjeeDubai

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর