বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে দলীয় বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সেই বৈঠকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে দল।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই দলের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে পার্থর বিরুদ্ধে দল দ্রুত কঠোর ব্যবস্থা নিক এমন দাবি তুলেছিলেন। তার কিছুক্ষণ পরেই তিনি ফের টুইট করেন যে, দল বিষয়টি দেখছে। কুণাল আরও জানিয়েছেন, বিকেলের সেই বৈঠকে দল তাঁকেও উপস্থিত থাকতে বলেছে। দল বিষয়টি দেখছে জানিয়ে কুণাল লিখেছেন, তিনি তাঁর আগের করা টুইটটি মুছে দেবেন।
Mithun Chakraborty:মহারাষ্ট্রের ছায়া পড়তে পারে বাংলায় ? মিঠুনের ইঙ্গিতে জল্পনা
উল্লেখ্য, কুণাল লিখেছিলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর মন্ত্রিত্ব থেকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। যদি আমার এই বিবৃতি দলের ভুল মনে হয়, তা হলে আমাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া সব অধিকার রয়েছে দলের।’ এই টুইটুর কিছুক্ষণ পরেই তৃণমূলের তরফে বৃহস্পতিবার বিকেলে অভিষেকের নেতৃত্বে বৈঠকের সিদ্ধান্ত হয়।