অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে ইডি সিবিআই, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে পূর্ণ সহায়তা করবেন বলেই জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। পাশাপাশি দুর্গাপুরে দলীয় কর্মসূচির মাঝে অভিষেক জানান, এগরার বিস্ফোরণে দুই মহিলা শ্রমিকের মৃত্যুর দায় মোদী-শাহরা এড়াতে পারেন না। শুধুমাত্র প্রতিহিংসার বশে বাংলার মানুষের সঙ্গে তাঁরা দানবিক আচরণ করছেন বলে জানান তিনি …
Egra Blast: এগরা কাণ্ডে ধৃত ভানু বাগের ভাইপোকে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ
তিনি আরও বলেন , ‘আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু, বাংলার মানুষ যদি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে জীবন বাজি রাখতে বাধ্য হন, তাহলেও আমরা চুপ করে থাকব না। মাসের পর মাস কেন্দ্রীয় সরকার বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখছে। যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। এটা চলতে পারে না।’