আজ তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে তপসিয়ায় তৃণমূল ভবনের ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে একের একেরপর এক বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক।
বিচারব্যবস্থা এবং সিপিএমের উপরেও আঙুল তুলতে ছাড়েননি। বিচার ব্যবস্থাকে নিশানা করে নাম না করেই অভিষেক বলেন, "আইনি জটিলতার কারণে নিয়োগ করা যাচ্ছে না। মিডিয়ায় খবর তৈরি করতে গিয়ে কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে আলোর বন্ধনের বাইরে বেরোতে পারছেন না। সিপিএমের কিছু আইনজীবী আছেন এবং বিচারব্যবস্থাও....! নাম বলব না, আপনারা সবাই জানেন।’’ তিনি আরও বলেন, ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ তৈরি করা কারও লক্ষ্য হয়ে থাকে, তবে কোনও দিন কেউ সুবিচার পাবেন না।’’
Abhishek Banerjee: 'সরকার চায় চাকরি হোক', প্রতিষ্ঠা দিবসে আন্দোলনকারীদের বার্তা অভিষেকের
নাম না করে শুভেন্দুকে নিশানা করে অভিষেকের বক্তব্য, ‘‘পঞ্চায়েত স্তরে আমাদের কাছে যে সমস্ত অভিযোগ এসেছে, তার বেশির ভাগটাই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। যাঁদের এবং যে সব প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার বেশির ভাগই হয়েছে, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে। ওই সময়ে ওই জেলার দায়িত্বে কে ছিল, বা কোনও পরিবার ছিল, তা সবাই জানে। আমি আর তাঁর নাম করতে চাইছি না।’’