জলপাইগুড়ির ঝড়ে দুর্গতদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই টাকা পৌঁছে যাবে। জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত বুধবার ঝড়ে দুর্গতদের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। শুক্রবার ময়নাগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। এতদিন পরে ধূপগুড়িতে প্রথম জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।