রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীরা স্লোগান তুলেছিলেন "নো ভোট টু মমতা"। কিন্তু এবার সেই স্লোগান ফিরে এল নাও "ভোট ফর মমতা"। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলাকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে এমনটাই লিখলেন। তাঁর এই টুইটে একদিকে যেমন তৃণমূলের সাফল্যের কথা বলা হয়েছে পাশাপাশি তাঁর লেখার মাধ্যমে কটাক্ষ করেছে বিরোধী দলগুলিকেও। আর তার সঙ্গে রয়েছে আগামী নির্বাচনের প্রস্তুতির কথাও।
ভোট সম্পন্ন হওয়ার পর শনিবার থেকে আর কোনও মন্তব্যই করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর ভোটের ফলাফল নিয়ে মঙ্গলবার বিকালে একটি টুইট করেন তিনি। বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি মূল স্রোতের সংবাদমাধ্যমগুলিকেও নিশানা করেন অভিষেক। তাঁর বক্তব্য, বাংলার তৃণমূল সরকারকে নিয়ে ভিত্তিহীন প্রচার করেও ভোটারদের ভুল বোঝাতে পারেনি তারা। একইসঙ্গে লোকসভা ভোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, পঞ্চায়েত ভোটের এই বিরাট জয় লোকসভার পথ প্রস্তুত করবে।
তিনি বলেন, নো ভোট টু মমতা কে নাও ভোট ফর মমতায় পরিণত করার জন্য তিনি সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নবজোয়ার কর্মসূচি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটফল প্রকাশ হতেই সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁর করা টুইটে।