প্রবল চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে RGকরের ঘটনায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং চিকিৎসক অভীক দে-কে সাসপেন্ড করতে বাধ্য হল রাজ্য স্বাস্থ্য ভবন। বৃহস্পতিবার বিকালে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
RG কর কাণ্ডে নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে দেখা গিয়েছিল অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। তারপর থেকে বিতর্ক দানা বাঁধে। কেন ঘটনাস্থলে অভীক এবং বিরূপাক্ষ উপস্থিত ছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও দুজনই দাবি করেন, ওইদিন RG কর হাসপাতালে উপস্থিত ছিলেন না তাঁরা।
উল্লেখ্য, মঙ্গলবার বর্ধমান থেকে বদলি করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছিল বিরূপাক্ষকে। RG করের ঘটনায় এর আগে সাসপেন্ড করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও।