এবার টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে আদালত থেকে বের করতেই জুতো দেখালেন সাধারণ মানুষ। চোর স্লোগানও ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও তার গাড়িতে চাপিয়েই দ্রুত সেখান থেকে বের করে নিয়ে CBI অফিসে নিয়ে চলে যান তদন্তকারী আধিকারিকরা।
আগেই RG কর হাসপাতালের আর্থিক দুর্ণীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকেও যেদিন আদালতে তোলা হয়েছিল সেদিন মাথায় চাঁটি মারার পাশাপাশি জুতোও দেখানো হয়েছিল। এরপর আজ অর্থাৎ রবিবার অভিজিৎ মণ্ডলকে ঘিরেও উঠল চোর স্লোগান।
শনিবার রাতে খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে টালা থানার OC অভিজিৎ মণ্ডল এবং RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রবিবার তাঁদের শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছিল।
শুনানি চলাকালীন বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শিয়ালদহ আদালতে তাদের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। এবং যার শিকার হয়েছেন ওই মহিলা চিকিৎসক। পাশাপাশি FIR করা নিয়েও প্রশ্ন তোলা হয় CBI এর তরফে। বলা হয়, সকাল ১০টার সময় টালা থানার OC দেহ উদ্ধারের খবর পেয়েছিলেন। কিন্তু তারপরেও দীর্ঘ সময় কোনও পদক্ষেপ করা হয়নি। কেন দীর্ঘ সময় FIR করা হয়নি সেই নিয়েও প্রশ্ন তোলা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের জন্য অর্থাৎ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিজিৎ এবং সন্দীপকে CBI হেফাজতে রাখার নির্দেশ দেন।