এখনও তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে জল্পনা, তমলুক থেকেই পদ্মশিবিরের প্রার্থী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার নিজের সম্ভাব্য নির্বাচনী কেন্দ্র তমলুকে গেলেন প্রাক্তন বিচারপতি। 'গাইড' হিসেবে তাঁর সঙ্গে আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার তমলুকে বিজেপির জেলা দফতরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এরপর তিনি তমলুকের বর্গভীমা মন্দিরে যাবেন। মন্দিরে পুজো দেওয়ার কথাও আছে তাঁর। শুভেন্দু ছাড়াও তাঁর সঙ্গে আছেন হলদিয়ার বিধায়ক ও পূর্ব মেদিনীপুরের বিজেপি সভাপতি তাপসী মন্ডল।
প্রথমবার নন্দীগ্রামেও যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিবমন্দিরে পুজো দেওয়ার কথা আছে তাঁর। মঙ্গলবার নন্দীগ্রামেই তাঁর মধ্যাহ্নভোজ সারার কথা।