কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সোজা রাজনীতিতে এলেন! বিজেপি-তে যোগ দিচ্ছেন, ঘোষণা করলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন সিপিএম-এ যোগ দিলেন না, সাংবাদিক বৈঠকে তাও উল্লেখ করলেন। জানালেন, ধর্মে, ঈশ্বরে বিশ্বাস করেন তিনি।
সংবাদমাধ্যমকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বললেন, "ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এ যোগ দিইনি"। মঙ্গলবার সকালে বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি । মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জানালেন, রাজ্যের মমতা সরকারই তাঁকে রাজনীতিতে আসতে বাধ্য করেছে। বিজেপিতে যোগ দেওয়া নিশ্চিত হলেও আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । এবছর অগাস্ট মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল । মেয়াদ ফুরনোর আগেই পদত্যাগ করলেন তিনি ।