গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির নতুন মুখ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ৭ মার্চ বিজেপিতে যোগদানের পর, শনিবার শিলিগুড়িতে মোদীর মঞ্চে পদ্ম শিবিরের নেতা হিসেবে যাত্রা শুরু করলেন প্রাক্তন বিচারপতি।
সংক্ষিপ্ত বক্তব্যে, শুরু থেকে শেষ অভিজিতের একটিই বার্তা রইল। তৃণমূলকে একটিও ভোট নয়। শাসক দলের চাকরি দুর্নীতির প্রসঙ্গে টেনে তৃণমূলকে ‘দুর্বৃত্ত’ দল বলতেও ছাড়লেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে অবাধে ভোটগ্রহণ হলে, তৃণমূল মুছে যেতে পারে বলেও দাবি করলেন তিনি।