মাত্র ২৪ ঘণ্টা আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে তাঁর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গেল। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যিনি বিজেপিতে যোগ দেওয়ার আগে নাম না করে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দাবি করেছিলেন, ডায়মন্ড হারবারে প্রার্থী হলে লক্ষাধিক ভোটে জিতবেন।
কিন্তু শুক্রবার দেখা গেল তমলুকের একাধিক এলাকায় তাঁর নামে দেওয়াল লিখনের কাজ চলছে। যদিও বিজেপির তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। আর কয়েকদিনের মধ্যেই হয়তো দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। তবে বিজেপির জেলার নেতারা কার্যত ধরে নিয়েছেন, এই কেন্দ্রে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০০৯ সালের পর থেকে বঙ্গ ভোটে তমলুক সবসময় হাইভোল্টেজ কেন্দ্র। ওই সালে এই কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ শুভেন্দু অধিকারী। তখন তিনি তৃণমূলে। হারিয়েছিলেন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে। পরবর্তী সময়ে এই কেন্দ্রের সাংসদ শুভেন্দুর দাদা দিবেন্দু অধিকারী।
শোনা যাচ্ছে এবারও এই কেন্দ্রে দাঁড়াতে পারেন লক্ষ্মণ শেঠ। তিনি প্রার্থী হতে পারেন কংগ্রেস থেকে। তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও বাংলার শাসক দল এই ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি।