করোনা (Corona) পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল (School) বন্ধের জেরে বাংলায় শিক্ষার মান পড়তে শুরু করেছে । অনলাইন ক্লাস যথেষ্ঠ নয় । তাই শিক্ষার মান ফেরাতে রাজ্য সরকারকে অবিলম্বে সব স্কুল খোলার (School Reopen) পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) ।
বুধবার, কলকাতার (Kolkata) একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে লিভার ফাউন্ডেশন । আমেরিকা থেকে ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অভিজিৎ । এদিনের বৈঠকে, কোভিড পরিস্থিতি শিশুশিক্ষায় কতটা প্রভাব ফেলেছে, সে সংক্রান্ত একটি বার্ষিক রিপোর্ট (Annual Report) প্রকাশ করে স্কুলের শিক্ষার করুণ ছবি তুলে ধরেছেন তিনি । অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে দেখা যাচ্ছে, স্কুলে না যেতে পেরে ৯০ শতাংশ পড়ুয়ার রিডিং লেভেল ১০ শতাংশ পড়ে গিয়েছে । সার্বিক শিক্ষার মান পড়েছে । রাজ্যের গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির সদস্য অভিজিৎ বিনায়কের পরামর্শ, "অবিলম্বে স্কুল খুলে দেওয়া হোক । শিক্ষকদের সিলেবাস নিয়ে ভাবার দরকার নেই । ছাত্র-ছাত্রীদের খামতি খুঁজে দেখে আগে তা মেটানো দরকার ।'
উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলে গিয়েছে । আবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয় চালু হয়েছে । বাকিদের অনলাইনেই ক্লাস চলছে । কিন্তু, শিক্ষকদের একাংশের মতে, স্মার্টফোন, ল্যাপটপে ক্লাস করে বহু ছাত্রছাত্রীর চোখে প্রভাব পড়েছে । তাছাড়া লেখার অভ্যাস কমে গিয়েছে । পড়ার মান পড়ে গিয়েছে । সেজন্যই রাজ্যকে দ্রুত স্কুল খোলার পরামর্শ দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।