পাঞ্জাবে (Punjab) বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর এবার আম আদমি পার্টির (AAP) নজরে পশ্চিমবঙ্গ (West Bengal)। অরবিন্দ কেজরিওয়ালের দল এবার বাংলার পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন হবে পশ্চিমবঙ্গে৷ সর্বশক্তি দিয়ে সেই নির্বাচনে লড়বে আপ।
বাংলায় আম আদমি পার্টির (AAP) দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু জানিয়েছেন, "২০২০ সালে দিল্লি বিধানসভা ভোটে জয়ের পর থেকেই আমার দেশ জুড়ে সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছি। দুবছর পর পঞ্জাব জয় সেই কঠোর পরিশ্রমেরই ফসল। এবার বাংলাতেও সংগঠনকে শক্তিশালী করতে আমার কাজ শুরু করে দিয়েছি।''
আরও পড়ুন:
এর আগেও একাধিকবার পশ্চিমবঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচনে লড়াই করেছে আপ। কিন্তু সাফল্য মেলেনি।