Mamata Banerjee meeting: দিল্লিতে মমতার ডাকে বৈঠক, অনিশ্চিত আপ, টিআরএস

Updated : Jun 22, 2022 12:44
|
Editorji News Desk

আগামী রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেইমতো আজ, বুধবার রাজধানীতে বৈঠক করবে অ-বিজেপি দলগুলি। কিন্তু সূত্রের খবর, মমতার ডাকা এই বৈঠকে নাও থাকতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ এবং কে চন্দ্রশেখর রেড্ডির তেলঙ্গনা রাষ্ট্রী সমিতি। ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, বৈঠক থেকে দূরত্ব বজায় রাখতে পারে অকালি দলও। এমনকী অনিশ্চিত বিজু জনতা দলের যোগদান। তবে, রাজনৈতিক মহলের দাবি, ২০২৪ সালে লোকসভা বৈঠকের আগে বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করতে মরিয়া বিরোধীরা। তাই তৃণমূল নেত্রীর ডাকা এদিনের মঞ্চকেই হাতিয়ার করতে চাইছে কংগ্রেস থেকে এনসিপি। সমাজবাদী পার্টি থেকে আরজেডি। 

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের রণকৌশল কী হবে, তা ঠিক করতে বুধবার এই বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শিবিরকে একজোট করায় সমর্থন জানালেও, বরাবরই কংগ্রেস মুক্ত তৃতীয় জোটের পক্ষে সওয়াল করে এসেছে টিআরএস। বিশেষ করে রাহুল গান্ধীকে নিয়ে খোলাখুলি আপত্তি জানিয়ে এসেছে তারা। রাহুল গান্ধী টিআরএসের তীব্র সমালোচনা করার পরে সেই তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। তাই মমতার ডাকা বৈঠকে না যাওয়ায় তাদের ব্যাখ্যা, “কংগ্রেসের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার প্রশ্নই ওঠে না।” শুধু তাই নয়, তাদের আপত্তির কথা জানা সত্ত্বেও কেন কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছে টিআরএস।

উল্টোদিকে, আপের তরফে খোলাখুলি ভাবে কিছু স্পষ্ট করা হয়নি। তবে সূত্রের দাবি, এই বৈঠকে তাদের কোনও পাঠাচ্ছেন না কেজরিওয়ালের দল। 

AAPMamata BanerjeeTRS

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর