রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা দিতে গিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন বছর বাইশের এক তরুণী। তাঁর নাম পাপিয়া ঘোষ। এদিকে অন্য যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়া মাথায় হাত যুবতীর পরিজনদের। ঘটনাটি বর্ধমানের ভাতারে।
কী ঘটেছে?
জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পাপিয়ার। বিয়ের কার্ড ছাপানো থেকে নিমন্ত্রণ, বাজার সবই সম্পন্ন হয়েছে। এরপর মামার সঙ্গে রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দিয়ে গিয়েছিলেন স্থানীয় BDO অফিসে। সেখান থেকেই মামাকে কি না বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি।
এলাকাবাসীরা জানিয়েছেন, পাপিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চঞ্চল মল্লিক নামে এক যুবকের। তাঁর সঙ্গেই পালিয়ে গিয়েছেন বলে দাবি বাসিন্দাদের। এরপর চঞ্চলের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানেই রয়েছেন পাপিয়া।
এদিকে পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।